দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল: ভরি ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম। এতে ভালো মানের স্বর্ণ ভরিতে বাড়ল দুই হাজার ৫০৭ টাকা। সে হিসেবে আগামীকাল মঙ্গলবার (২ নভেম্বর) থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ চার হাজার ২৮৩ টাকায় মিলবে।

আজ সোমবার (১০ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুস জানায়, নতুন দাম অনুযায়ী আগামীকাল মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হবে দুই লাখ চার হাজার ২৮৩ টাকা, ২১ ক্যারেট স্বর্ণের দাম হবে এক লাখ ৯৪ হাজার ৯৯৯ টাকা, ১৮ ক্যারেটের দাম হবে এক লাখ ৬৭ হাজার ১৪৫ টাকা ও সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণের দাম হবে এক লাখ ৩৮ হাজার ৯৪২ টাকা। 

যেখানে আজ সোমবার প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ দুই লাখ এক হাজার ৭৭৬ টাকা, ২১ ক্যারেট এক লাখ ৯২ হাজার ৫৯৬ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৬৫ হাজার ৮১ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিপ্রতি এক লাখ ৩৭ হাজার ১৮০ টাকায় বেচাকেনা হয়েছে। 

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *