অযত্ন আর অবহেলায় বিবর্ণ সাতক্ষীরার কেয়ারগাতি মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরা: সময়ের স্রোতে অযত্ন আর অবহেলায় জৌলুস হারাতে বসেছে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ঐতিহ্যবাহী কেয়ারগাতি মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এই স্থাপনাটির বর্তমান অবস্থা স্থানীয় মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর মধ্যে হতাশার জন্ম দিয়েছে।

ঐতিহাসিক কেয়ারগাতি গ্রামে মহান মুক্তিযুদ্ধের সময় এক রক্তক্ষয়ী নৌযুদ্ধ সংঘটিত হয়েছিল। দেশের জন্য আত্মত্যাগকারী বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, আবুল হোসেন, আব্দুর রহমান ও আমিন হোসেনকে স্মরণ করে নদীর পাড়ে এই স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে, স্মৃতিস্তম্ভটি তার গুরুত্ব হারাতে বসেছে।

সরেজমিনে দেখা গেছে, স্মৃতিস্তম্ভের প্রবেশদ্বারের গেট মরিচায় ক্ষয়ে গেছে। দেয়ালে ধরেছে ফাটল, রং উঠে পড়ছে। এর চারপাশে শুকনো পাতা ও আবর্জনার স্তূপ জমে আছে। আরও উদ্বেগজনক বিষয় হলো— স্মৃতিফলকের লিপিও বিবর্ণ হয়ে পড়েছে, ফলে মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ পড়া প্রায় অসম্ভব।

স্থানীয়রা জানান, বছরজুড়ে এখানে কোনো দেখভাল করা হয় না। কেবল ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বর এলে ফুল দিয়ে দায়সারাভাবে সম্মান জানানো হয়, এরপর আবার নেমে আসে সেই পুরনো নীরবতা ও অবহেলা। মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী অবিলম্বে স্মৃতিস্তম্ভটির সংস্কার ও রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন। তাঁদের বক্তব্য, “এই স্মৃতিস্তম্ভ শুধু একটি স্থাপনা নয়, এটি আমাদের গর্ব ও ইতিহাসের প্রতীক।” তাঁরা উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *