আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ বৈঠক

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত আগামী ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওইদিন রাস্তায় কোনো সমাবেশ বা মিছিল দেখামাত্রই গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (৯ নভেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির বিশেষ বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকের মূল সিদ্ধান্তসমূহ

  • ১৩ নভেম্বরের সম্ভাব্য অস্থিরতা ঘিরে সর্বোচ্চ সতর্কতা জারি।
  • ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি।
  • সেনাবাহিনীর আংশিক প্রত্যাহারের আগের সিদ্ধান্ত স্থগিত; সেনা সদস্যরা মাঠে থাকবেন।
  • সন্দেহজনক রাজনৈতিক তৎপরতা শনাক্তে ঘনিষ্ঠ পর্যবেক্ষণ।
  • রাস্তায় নামলেই তাৎক্ষণিক গ্রেপ্তারের নির্দেশ।

বৈঠক সূত্র জানায়, বিদেশে থাকা কয়েকজন মধ্যম সারির আওয়ামী লীগ নেতা সামাজিক মাধ্যমে প্রচারণা চালানোর পর বরগুনা, বরিশাল, গোপালগঞ্জ, মাদারীপুর ও গাজীপুরসহ বিভিন্ন অঞ্চল থেকে কিছু নেতা–কর্মী ঢাকায় আসতে শুরু করেছেন। এ কারণে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

গত সপ্তাহে সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্য প্রত্যাহারের যে সিদ্ধান্ত হয়েছিল, এ বৈঠকে সেটি বাতিল করা হয়। সেনাবাহিনী আগের মতোই মাঠে থাকবে বলে জানানো হয়েছে।

বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “১৩ নভেম্বরের লকডাউন নিয়ে কোনো শঙ্কা নেই। আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ। সেনাবাহিনী পূর্বের নির্দেশনা অনুযায়ী মাঠে থাকবে।”

মেট্রোরেলের সব কর্মকর্তার ছুটি বাতিল

রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তাদের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করেছে। রোববার পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের সই করা অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।

আদেশে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মেট্রোরেল ভবন, ডিপো, স্টেশনসহ সংশ্লিষ্ট স্থাপনায় দায়িত্ব পালনরত সকল কর্মীর ছুটি বাতিল থাকবে। যদিও আনুষ্ঠানিকভাবে কারণ উল্লেখ করা হয়নি, ডিএমটিসিএল সূত্র জানায়—চলতি মাসে সম্ভাব্য রাজনৈতিক অস্থিরতার সতর্কতায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সূত্র আরও জানায়, ১৩ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিষয়ে রায়ের তারিখ নির্ধারিত রয়েছে। একইদিনে নিষিদ্ধ আওয়ামী লীগ অনলাইনে ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে—যা নিরাপত্তা ঝুঁকি বাড়াতে পারে বলে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকতে বলেছে।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *