বিএনপি’র বৈঠকে ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে তোলপাড়

তিমির বণিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ি উপজেলার জায়ফরনগর ইউনিয়ন বিএনপি’র একটি উঠান বৈঠকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। দেশের নায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন প্রচারের অংশ হিসেবে শনিবার (৮ নভেম্বর) ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ বৈঠকের আয়োজন করা হয়।

জায়ফরনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি নেতা মো. আব্দুল জব্বার। প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-১ (জুড়ি–বারহাল) আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু।

প্রধান অতিথির বক্তব্যের আগে উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। বক্তব্য দেন ৮নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রউফ। বক্তব্যের শেষে তিনি হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান দিলে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

এ বিষয়ে জুড়ি উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রুমেল উদ্দিন বলেন, “সিনিয়র নেতাদের সংক্ষিপ্ত বক্তব্য দিতে অনুরোধ করা হয়েছিল। আব্দুর রউফ ভুলবশত স্লোগানটি দিয়েছেন। তিনি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলেননি।”

তবে নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপি’র কয়েকজন নেতা বলেন, “গত ১৭ বছর ধরে আওয়ামী লীগ ‘জয় বাংলা’ স্লোগানের আড়ালে বিএনপি নেতাকর্মীদের দমন-পীড়ন করেছে। এখন বিএনপি’র বৈঠকে একই স্লোগান গ্রহণযোগ্য নয়। আব্দুর রউফ অতীতে আওয়ামী লীগ সরকারের সময় নানা সুবিধা নিয়েছিলেন—তার এই আচরণ দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।”

স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, “নাসির উদ্দিন মিঠুর সঙ্গে জনগণের সম্পর্ক দুর্বল। তিনি টাকা খরচ করে লোকজনকে মিটিং-মিছিলে আনেন। তাঁর আচরণে স্থানীয়দের ক্ষোভ রয়েছে। তৃণমূলের সঙ্গে তাঁর যোগাযোগ না থাকায় তাকে বিএনপি মনোনয়ন দিয়ে ভুল হয়েছে।”

আব্দুর রউফের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *