চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন করছে আধুনিক ইমেজিং প্রযুক্তি

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম: রোগ নির্ণয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো রোগের সঠিক অবস্থান ও প্রকৃতি নির্ধারণ করা। বিশেষজ্ঞদের মতে, আধুনিক ইমেজিং প্রযুক্তি সেই নির্ভুলতার নতুন দিগন্ত তৈরি করেছে। যথাযথ রিপোর্ট ও বিশ্লেষণ চিকিৎসকদের সঠিক চিকিৎসা পরিকল্পনা নিতে সহায়তা করছে, যা রোগীর জীবনরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

শনিবার (৮ নভেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজে বিশ্ব রেডিওলোজি ও রেডিওগ্রাফি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব মন্তব্য করেন। রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের উদ্যোগে দিনটি বর্ণিল আয়োজনে উদ্‌যাপিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চমেক হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. কাজি মো. আলম। প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দিন এবং বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন। এছাড়া আলোচনা সভায় প্রফেসর ডা. আনিসুল মাওলা, বিশিষ্ট রেডিওলজিস্ট ডা. এহসান সোবহান চৌধুরী (ডিরেক্টর, শেভরন), ডা. দিদারুল আলমসহ খ্যাতনামা বিশেষজ্ঞরা অংশ নেন।

বক্তারা বলেন, ইমেজিং প্রযুক্তি এখন আর শুধু পরীক্ষার মাধ্যম নয়—এটি আধুনিক চিকিৎসার অপরিহার্য উপাদান। এমআরআই, সিটি স্ক্যান, আলট্রাসাউন্ড ও ডিজিটাল এক্স-রের নির্ভুল ফলাফল চিকিৎসকদের জন্য নির্ভরযোগ্য গাইডলাইন হিসেবে কাজ করছে।

তারা আরও জানান, দেশের অনেক সরকারি-বেসরকারি হাসপাতালে এখনো পর্যাপ্ত আধুনিক ইমেজিং যন্ত্রপাতি নেই, ফলে রোগ নির্ণয়ে সময়ক্ষেপণ ঘটে। প্রতিটি হাসপাতালে হালনাগাদ প্রযুক্তি সংযোজন ও রেডিওগ্রাফারদের নিয়মিত প্রশিক্ষণ জরুরি বলে উল্লেখ করেন বক্তারা।

অনুষ্ঠানে রেডিওগ্রাফারদের পক্ষ থেকে বৈজ্ঞানিক প্রবন্ধও উপস্থাপন করা হয়। দিনব্যাপী আয়োজনে ছিল আলোচনা সভা, আপ্যায়ন এবং বর্ণাঢ্য র‌্যালি, যা ক্যাম্পাস প্রদক্ষিণ করে শেষ হয়। আয়োজনে সহযোগিতা করে বায়োটেক ইমেজিং ও টেসলা রিপোর্টিং।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *