শাহ আমানতে আমদানি-নিষিদ্ধ ক্রিম ও বিদেশি সিগারেট জব্দ

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি-নিষিদ্ধ ক্রিম, বিদেশি সিগারেট ও ব্যাগেজ সুবিধার অতিরিক্ত বিভিন্ন পণ্যসহ দুবাই ফেরত এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কাস্টমস গোয়েন্দা ও এনএসআই। আটক যাত্রীর নাম মো. গিয়াস উদ্দিন (৩৭)।

শনিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটে তিনি চট্টগ্রামে অবতরণ করেন। পরে কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা তার লাগেজ তল্লাশি করে ৫ কার্টন বিদেশি সিগারেট, ৬টি গুগল পিক্সেল মোবাইল ফোন, একটি ডেল ল্যাপটপ ও আমদানি-নিষিদ্ধ ১২টি বিউটি ক্রিম জব্দ করেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, যাত্রীর পূর্বে কোনো নেতিবাচক রেকর্ড না থাকায় পাসপোর্ট যাচাই ও গোয়েন্দা প্রতিনিধির উপস্থিতিতে তাকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

বিমানবন্দর জনসংযোগ বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, “দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে নিষিদ্ধ ক্রিমসহ বিদেশি সিগারেট, মোবাইল ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে তাকে সতর্ক করে মুক্তি দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, আমদানি-নিষিদ্ধ ক্রিমগুলো নিয়ম অনুযায়ী ধ্বংস করা হবে। সিগারেট, মোবাইল ও ল্যাপটপের জন্য রাজস্ব বোর্ডের নির্ধারিত হিসাবে ৮৫ হাজার ৫০০ টাকা শুল্ক নির্ধারিত হয়েছে, যা পরিশোধ করলে যাত্রী এসব পণ্য নিতে পারবেন।

প্রাথমিকভাবে জব্দ করা সব পণ্য কাস্টমস হেফাজতে রাখা হয়েছে। বাজারমূল্য আনুমানিক চার লাখ টাকার বেশি বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *