দুবাই গার্ডেন গ্লো এবার খুলছে দিনব্যাপী পার্ক হিসেবে; নতুন স্থানের ঘোষণা প্রকাশিত

দুবাই গার্ডেন গ্লো আবারও ফিরে আসছে — এবার দিনেও উপভোগ করা যাবে পার্কটি। খোলার এক দশক পর এই প্রথমবারের মতো জনপ্রিয় পারিবারিক বিনোদনকেন্দ্রটি দিনব্যাপী পার্ক হিসেবে চালু হতে যাচ্ছে, যেখানে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। আগে পার্কটি শুধুমাত্র সন্ধ্যা ৫টার পর খুলত।
১০টি সফল মৌসুম শেষে বন্ধের ঘোষণা দেওয়ার পর পার্কটি এখন নতুন স্থানে স্থানান্তরিত হয়েছে — জাবিল পার্কের গেট নম্বর ৩-এর পাশে, দুবাই ফ্রেমের সংলগ্ন এলাকায়। আয়োজকরা ইনস্টাগ্রামে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, নতুন আকর্ষণ নিয়ে শিগগিরই উদ্বোধন হবে পার্কটির। এর মধ্যে থাকছে নবায়নকৃত ডাইনোসর পার্ক এবং নতুন সংযোজন ফ্যান্টাসি পার্ক।

নতুন এই অবস্থান দুবাই গার্ডেন গ্লোর জন্য এক নতুন অধ্যায় সূচনা করছে — যেখানে রাতের আলোয় সাজানো প্রদর্শনী থেকে এটি রূপ নিচ্ছে সারাদিনের বিনোদন অভিজ্ঞতায়।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *