আড়াইহাজারে বিদেশী পিস্তলসহ যুবক গ্রেফতার, অস্ত্রটি ‘মেড ইন ইউএসএ’, লোডেড অবস্থায় উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, দু’টি গুলি ও একটি ম্যাগাজিনসহ ফরহাদ হোসেন ইফতি (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত সাড়ে ১টার দিকে ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট ফাউসা পূর্বপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম (বার)-এর নির্দেশনায় গ-সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী ইসলামের তত্ত্বাবধানে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ খন্দকার নাসির উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম এই অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেন তদন্ত পরিদর্শক (ওসি-তদন্ত) মো. সাইফুউদ্দীনসহ এসআই ও এএসআই পর্যায়ের কর্মকর্তারা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত ইফতি আড়াইহাজার ডাকবাংলো সংলগ্ন এলাকার আব্দুস সাত্তারের ছেলে। তার কাছ থেকে ‘মেড ইন ইউএসএ’ লেখা একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি লোডেড অবস্থায় উদ্ধার করা হয়।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, ইফতি ও তার সহযোগীরা ছিনতাই বা ডাকাতি করার উদ্দেশ্যে অস্ত্রসহ অবস্থান করছিলেন। পুলিশ রেকর্ড পর্যালোচনা করে জানতে পেরেছে, ইফতির বিরুদ্ধে ডিএমপি উত্তরা পশ্চিম থানায় ২০১৮ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।

অস্ত্র আইনে নতুন মামলা দায়ের করে তাকে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *