শার্শা আসনে বিএনপির প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি

মো. রাসেল ইসলাম: যশোর-১ (শার্শা) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি। তিনি ২০১৮ সালেও একই আসনে বিএনপির প্রার্থী ছিলেন।

দীর্ঘ ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী মফিকুল হাসান তৃপ্তি ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে পথচলা শুরু করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতিতে সম্পৃক্ত হন। সেখানে তিনি এসএম হল শাখা ছাত্রদলের সভাপতি, পরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।

পরে তিনি কেন্দ্রীয় বিএনপিতে সহ-দপ্তর সম্পাদক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে শার্শা আসন থেকে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

অঞ্চলে সৎ ও বিনয়ী রাজনীতিক হিসেবে তিনি পরিচিত। বিএনপির শাসনামলে তিনি এলাকায় সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। নিজ উদ্যোগে তিনি প্রায় দুই শতাধিক মানুষের চাকরির ব্যবস্থা করেছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আসন্ন নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মফিকুল হাসান তৃপ্তি।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *