গণভোট নিয়ে এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত চায় সরকার

অনলাইন ডেস্ক: গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে দ্রুততম সময়ে, preferably আগামী এক সপ্তাহের মধ্যে, একমত সিদ্ধান্ত আশা করেছে অন্তর্বর্তী সরকার। এই বিষয়ে আজ সোমবার (৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এমন আহ্বান জানিয়েছেন।

আইন উপদেষ্টা জানান, আজ জাতীয় ঐকমত্য কমিশন কর্তৃক প্রণীত জুলাই সনদ এবং এর বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে উপদেষ্টা পরিষদের একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সংস্কার বিষয়ে ঐকমত্য স্থাপন এবং নানা বিষয়ে সম্মতি প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

অধ্যাপক আসিফ নজরুল বলেন, সভায় আলোচনা করা হয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত জুলাই সনদ, সংবিধান সংস্কার আদেশের চূড়ান্তকরণ এবং গণভোট আয়োজনের বিষয়বস্তু নিয়ে। তবে, তিনি উল্লেখ করেন, ঐকমত্য কমিশনের দীর্ঘ আলোচনার পরও কিছু গুরুত্বপূর্ণ সংস্কারের সুপারিশ সম্পর্কে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে।

আসিফ নজরুল আরও জানান, গণভোট কবে হবে এবং এর বিষয়বস্তু কী হবে, এসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতবিরোধ দেখা দিয়েছে, সে জন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, “গণভোটের সময়সূচি, বিষয়বস্তু এবং জুলাই সনদে বর্ণিত ভিন্নমতগুলো প্রসঙ্গে কী পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়ে জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন।”

এ বিষয়ে তিনি রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে, সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত প্রদান করতে আহ্বান জানান। তিনি আরও বলেন, “এমন নির্দেশনা পেলে সরকারের জন্য সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সহজ হবে। এই মুহূর্তে কোনও ধরনের কালক্ষেপণের সুযোগ নেই, সেটা আমাদের সবার বিবেচনায় রাখা প্রয়োজন।”

এছাড়া, উপদেষ্টা পরিষদের সভায় ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয়, বলে জানান ড. আসিফ নজরুল।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *