আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপিজির (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) দাম কমালেও সাতক্ষীরায় তা কমেনি। আজ মঙ্গলবার (০২/১১/২০২৫) সাতক্ষীরায় ১২ কেজি সিলিন্ডারের এলপিজির দাম দাঁড়িয়েছে ১৩৭০ টাকা।
নতুন মাসের শুরুতে, নভেম্বর ২০২৫ থেকে দেশের ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কমানোর ঘোষণা দেয় বিইআরসি। ১২ কেজি সিলিন্ডারের দাম ২৬ টাকা কমিয়ে ১২১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এই নতুন দাম ২ নভেম্বর সন্ধ্যা থেকেই কার্যকর হয়।
এছাড়া, নভেম্বর মাসে অটোগ্যাসের দামও কমানো হয়েছে। ৫৬ টাকা ৭৭ পয়সা থেকে কমিয়ে এখন অটোগ্যাসের দাম ৫৫ টাকা ৫৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।
রোববার বিকেলে রাজধানীর রমনা এলাকায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনে এক সংবাদ সম্মেলনে এই নতুন দাম ঘোষণা করেন বিইআরসি কর্তৃপক্ষ।
এছাড়া, গত অক্টোবর মাসে ২৯ টাকা কমানো হয়েছিল এলপিজির দাম, যখন প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১২৪১ টাকা। সেই সময় অটোগ্যাসের দামও ১ টাকা ৩৮ পয়সা কমিয়ে ৫৬ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
এ বিষয়ে সাতক্ষীরার ভোক্তা অফিসের সহকারী পরিচালক মেহেদি হাসান তানভীর বলেন, “বিষয়টি আমরা দেখছি।”
