অতি বিপন্ন চীনা বনরুই নিয়ে আশার আলো

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে অতি বিপন্ন চীনা বনরুই একটি। এর শরীরে বসানো হয়েছে রেডিও ট্রান্সমিটার, যা এটির গতিবিধি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহে সাহায্য করবে।

সম্প্রতি, স্থানীয় গ্রামবাসীরা এক অদ্ভুত প্রাণী দেখে তাকে আক্রমণ করেন, জানত না কী ধরনের প্রাণী এটি। প্রাণীটি আহত হয়ে পড়ে, কিন্তু দ্রুত উদ্ধার না হলে হয়তো প্রাণ হারাতো। এখন তাকে নতুন জীবন পেয়েছে এবং এটি বনে ফিরে গেছে। বাংলাদেশে রেডিও ট্রান্সমিটার বসানো প্রথম চীনা বনরুই এটি।

বন্যপ্রাণী সংরক্ষণবিদরা এই বনরুইটির ওপর আশাবাদী। তাদের মতে, আগামী দেড় বছর ধরে রেডিও ট্রান্সমিটার থেকে পাওয়া তথ্য বনে বাস করা এই প্রজাতির জীবনযাত্রা, সংখ্যা ও সংরক্ষণ কৌশল নিয়ে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করবে।

শনিবার, মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে এই অতি বিপন্ন প্রজাতিটি অবমুক্ত করা হয়। এর আগে রেডিও ট্রান্সমিটার বসানো হয়, যা বনরুইটির অভ্যাস ও অভিযোজন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহে সহায়ক হবে।

পঞ্চগড়ের বোদা উপজেলা থেকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে এই বনরুইটি পৌঁছাতে প্রায় সাড়ে পাঁচশ কিলোমিটার পাড়ি দিয়েছে। রেডিও ট্রান্সমিটার দিয়ে এর চলাফেরা ও অভিযোজন সম্পর্কে আরও অনেক তথ্য জানা যাবে।

বিশ্বব্যাপী বিপন্ন প্রজাতি হিসেবে চিহ্নিত বনরুই বাংলাদেশে তিন প্রজাতির মধ্যে একটি, চীনা বনরুই। গভীর বনের বাসিন্দা এবং নিশাচর এই প্রাণী সম্পর্কে এখনও অনেক তথ্য অজানা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, সিলেট ও চট্টগ্রামের কিছু বনে বনরুইয়ের সংখ্যা খুব কম, তবে উত্তরবঙ্গে মাঝে মাঝে এই প্রাণী উদ্ধার হয় এবং সেগুলি সম্ভবত সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসে।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *