এনায়েত করিম রাজিব, বাগেরহাট প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় “রেমাল” মোকাবেলায় বাগেরহাটের মোরেলগঞ্জে বৃহস্পতিবার (২৩ মে) সকাল সাড়ে ১০ টায় প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায়
বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান।
এ সময়ে অন্যান্যদের মধ্যে জেলা দুদক এর উপ সহকারী পরিচালক সমীরন কুমার মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) মো.বদরুদ্দোজা,একাডেমি সুপারভাইজার বাকি বিল্লাহ, অধ্যক্ষ রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
আয়োজিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির।
সভায় উপজেলা ফায়ার সার্ভিস, এনজিও প্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা, ও স্হানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Drop your comments: