চট্টগ্রাম নগরীর ৪১ ওয়ার্ডের প্রত্যেক ওয়ার্ডে হবে খেলার মাঠ ও পার্ক: চসিক মেয়র

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ মাদকমুক্ত, সুস্থ ও কর্মক্ষম প্রজন্ম গড়ে তুলতে চট্টগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ ও পার্ক নির্মাণ করা হচ্ছে। নগরীর শিশু-কিশোরদের সুস্থ বিনোদনের পরিবেশ ফিরিয়ে আনতে মাঠ ও পার্ক অপরিহার্য বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

গতকাল শনিবার চসিকের প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে উন্নয়নাধীন হালিশহর বিডিআর মাঠ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। মেয়র বলেন, “যুবসমাজকে যদি মাদক থেকে দূরে রাখতে হয়, তাহলে তাদের জন্য বিকল্প কর্ম ও বিনোদনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও পারিবারিক বিনোদনের মাধ্যমে আমরা একটি মানবিক ও প্রাণবন্ত নগরী গড়ে তুলতে চাই।”

তিনি আরও বলেন, “আমাদের সন্তানদের শরীরচর্চা ও মানসিক বিকাশের জন্য নিরাপদ খেলার জায়গা দরকার। এজন্য নগরীর প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ ও পার্ক নির্মাণের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।”

চসিক মেয়র জানান, এ উদ্যোগের অংশ হিসেবে ইতোমধ্যে ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের ফিরোজ শাহ পার্ক ও মাঠ, ১৬ নং চকবাজার ওয়ার্ডের মহসিন কলেজ মাঠ, ২৭ নং আগ্রাবাদ জাম্বুরি মাঠ, ২৬ নং বহুরুপী মাঠ, ১৭ নং পশ্চিম বাকলিয়া মাঠ, ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের বিডিআর মাঠ, হালিশহর শিশু পার্ক ও মাঠ এবং ২৫ নং এইচ ব্লক মাঠ উন্নয়নে পদক্ষেপ নেয়া হয়েছে।

মেয়র বলেন, “প্রকৌশল বিভাগ ধাপে ধাপে সব ওয়ার্ডে মাঠ ও পার্ক নির্মাণের কাজ বাস্তবায়ন করবে। আমরা চাই প্রতিটি ওয়ার্ডের মানুষ তাদের সন্তানদের নিয়ে হাঁটতে, খেলতে ও আনন্দ করতে পারুক, যেন প্রতিটি ওয়ার্ড হয়ে ওঠে সুস্থ নগরজীবনের প্রতীক।”

মাঠ পরিদর্শন শেষে তিনি স্থানীয় নেতৃবৃন্দ, প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের চলমান উন্নয়নকাজের অগ্রগতি সম্পর্কে নির্দেশনা দেন এবং মাঠগুলোর রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এসময় উপস্থিত ছিলেন হালিশহর ফ্রেন্ডস ইউনিক সোসাইটির (হাফুস) সভাপতি ফরিদ আহমেদ বাবু, সিনিয়র সহসভাপতি গোলাম মোর্শেদ চৌধুরী, সাধারণ সম্পাদক নান্নু চৌধুরী, ক্রীড়া সম্পাদক ইকবাল হোসেন, সহসভাপতি নাজিম উদ্দীন, মেয়রের ক্রীড়া প্রতিনিধি আবদুল আহাদ রিপনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, কিছুদিন আগে চসিক মেয়রের উদ্যোগে হালিশহর বিডিআর মাঠের সংস্কার কাজ শুরু হয়। মাঠের চারপাশে বয়স্কদের হাঁটা ও ব্যায়ামের জন্য একটি ওয়াকওয়ে নির্মাণ কাজ শুরু হয়েছে। পাশাপাশি মাঠটি সমান ও উঁচু করে তাতে ঘাস রোপণ করা হয়েছে, যাতে স্থানীয়রা খেলাধুলা ও বিনোদনের জন্য জায়গাটি ব্যবহার করতে পারেন।

Facebook Comments Box
Share: