বাসুদেব বিশ্বাস, বান্দরবান:
বান্দরবানে জেলা প্রশাসকের বিশেষ তহবিল থেকে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও নানা রোগে আক্রান্ত রোগীদের মাঝে অনুদানের চেক প্রদান করা হয়েছে।
রোববার (২ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক শামীম আরা রিনি নিজ হাতে অনুদানের চেক তুলে দেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “এই অনুদানের অর্থ যেন সঠিকভাবে ব্যবহার হয়, সেটি নিশ্চিত করতে হবে। এতে উপকারভোগীরা প্রকৃতভাবে উপকৃত হবেন।”
এসময় মোট ৪৫ জন উপকারভোগীর হাতে ১ লাখ ৭৫ হাজার টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু তালেব, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. সরোয়ার হোসেনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
