চট্টগ্রামে তিনদিন ধরে নিখোঁজ এক যুবক

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন ডেবার পাড়ায় তিনদিন ধরে নিখোঁজ রয়েছেন ২৪ বছর বয়সী হাবিবুল্লাহ। তিনি ওই এলাকার শাহজাহান কোম্পানির বাসার ভাড়াটিয়া বিল্লাল মিয়ার ছেলে।

পরিবারের তথ্য অনুযায়ী, হাবিবুল্লাহ গত ২৯ অক্টোবর রাত ৮টার দিকে কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বের হন এবং এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের সবাই সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেছেন, তবে সফল হননি। এ ঘটনায় ৩১ অক্টোবর খুলশী থানায় সাধারণ ডায়েরি (নং-১৮৯৭) করা হয়েছে।

বিল্লাল মিয়া জানিয়েছেন, নিখোঁজ সময় হাবিবুল্লাহর পরনে খয়েরি রঙের ফুলহাতা শার্ট ও জিন্স প্যান্ট ছিল। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক ভাষায় কথা বলেন। হাবিবুল্লাহর মোবাইল নম্বর ০১৩৩৬-৮৫৯১৭৪ বর্তমানে বন্ধ রয়েছে।

পরিবারের দাবী, কেউ হাবিবুল্লাহকে খুঁজে পেলে ০১৮৮৪-১৯৫৮৪১ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লিটন মিয়া জানান, নিখোঁজ যুবকের বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *