সনজিত কুমার শীল, আবুধাবি: ধর্মীয় ভাবনা ও আধ্যাত্মিক পরিবেশে আবুধাবির শ্রী শ্রী জ্যোতি লোকনাথ সেবাশ্রমের উদ্যোগে শ্রী শ্রী গিরি গোবর্ধন পূজা, অন্নকুট ও দীপদান মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।
৩০ অক্টোবর ২০২৫ তারিখে মদিনা যায়েদ এলাকার আল সামা টাওয়ার হলে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সেবাশ্রমের সাধারণ সম্পাদক দোলন রায় সঞ্চালনা করেন এবং সভাপতি দীপক দাস সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে প্রবাসী সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন ধরে আবুধাবির প্রবাসী সনাতনরা দুর্গাপূজা উদযাপন করে আসছেন, এবং তাদের এই অবদানের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট ও পুষ্পমাল্য প্রদান করা হয়। অনুষ্ঠানে গীতা পাঠ, গোবর্ধন পূজা ও অন্নকুটের আয়োজন অত্যন্ত মনোমুগ্ধকরভাবে সম্পন্ন হয়।
আবুধাবি দুর্গাপূজা উদযাপন কমিটি, রাধামাধব নামহট্ট্য আবুধাবি, আবুধাবি শ্রী শ্রী সনাতনী গীতা সংঘ, মোছাফফাহ সনাতনী গীতা, মামুরা রাস আল খাইমাহ জ্যোতি লোকনাথ সেবাশ্রম, শারজা সার্বজনীন দুর্গোৎসবসহ আমিরাতের বিভিন্ন প্রান্তের সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।
পরমেশ্বর ভগবানকে সনাতনরা দীপদান, দামোদর আরতি ও মঙ্গল আরতির মাধ্যমে পূজা করেন। অনুষ্ঠান শেষ হয় সংকীর্তন, বিশ্ববাসীর কল্যাণে প্রার্থনা এবং মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে।
