ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে। নির্বাচনি আমেজ শুরু হয়েছে।
আজ শনিবার (১ নভেম্বর) লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী যাচাই-বাছাই করছে। আমরা আশা করি, উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। যারাই নির্বাচিত হবেন আমরা তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করব। ফলে আমাদের দেশে সাংবিধানিক ধারা অব্যাহত থাকবে। সাংবিধানিক ধারা অব্যাহত রাখতেই ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
আ ফ ম খালিদ হোসেন বলেন, সারাদেশে সাড়ে ৩০০ মডেল মসজিদ নির্মিত হয়েছে। কিছু হস্তান্তর হয়েছে এবং কিছু হস্তান্তরের প্রক্রিয়ায় আছে। আমরা একটি পাওয়ারফুল কমিটি গঠন করেছি, তারা বিভিন্ন এলাকায় যাচ্ছেন। যেসব মসজিদে ফাটল ধরেছে এবং ত্রুটিপূর্ণ রয়েছে সেসবের তদন্ত রিপোর্ট দিলে আমরা অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেব।
জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে আলোচনা সভায় পুলিশ সুপার তরিকুল ইসলাম, বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা বক্তব্য দেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিভিন্ন ধর্মাবলম্বী মানুষজন অংশগ্রহণ করেন।
