সরওয়ার আলম চৌধুরী, বাঁশখালী প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপকূলে বঙ্গোপসাগর থেকে ভেসে আসা এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খানখানাবাদ ইউনিয়নের কদম রসুল পয়েন্ট এলাকায় সাগর তীরে মরদেহটি দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাগর তীরে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় শহীদ জিয়াউর রহমান স্মৃতি সংসদের সদস্যরা জোয়ারের পানিতে ভেসে যাওয়ার আশঙ্কায় সেটি উদ্ধার করে প্রশাসনের কাছে হস্তান্তর করেন।
বাহারচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মজনু মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
