দুই ম্যাচ বাকী থাকতেই এএফসি এশিয়ান কাপ বাছই পর্ব থেকে ছিটকে গেছে বাংলাদেশ। বাছাইপর্বে প্রথম ৪ ম্যাচ খেলে এখনও জয়শূন্য হ্যাভিয়ের কাবরেরার দল। আগামী ১৮ নভেম্বর ঘরের মাঠে ভারতের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। মূল পর্বে খেলতে না পারলেও এই ম্যাচ নিয়ে বাংলাদেশের ভক্তদের উন্মাদনার কমতি নেই। ঢাকার জাতীয় স্টেডিয়ামে সুনীল ছেত্রীদের মোকাবিলা করবে হামজা চৌধুরীরা। এই ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে আগামী ৯ নভেম্বর দুপুর ২ টা থেকে। টিকিট পাওয়া যাবে অনলাইন মাধ্যম কুইকেটে। গত মার্চে এই ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই এশিয়ান কাপের বাছাইপর্ব শুরু করেছিল বাংলাদেশ। শিলংয়ে অনুষ্ঠিত সেই ম্যাচ গোলশূন্য ড্র করে লাল-সবুজের প্রতিনিধিরা। বেশ কয়েকটি ভালো সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হয় হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা। সেই ম্যাচ দিয়েই জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় হামজা চৌধুরীর।এরপর ঘরের মাঠে টানা দুই ম্যাচে সিঙ্গাপুর ও হংকংয়ের কাছে হেরে যায় বাংলাদেশ। সর্বশেষ ম্যাচে হংকংয়ের মাঠ থেকে পয়েন্ট ভাগ করে ফেরে তার। এশিয়ান কাপের বাছাইপর্বের প্রতিটা ম্যাচে লড়াকু পারফর্ম করেছে বাংলাদেশ। এতে ফুটবলের জনপ্রিয়তার পালে নতুন করে হাওয়া লাগছে।
