দুবাইয়ে যৌথ মালিকানাধীন মোবাইলের দোকান উদ্বোধন

সংযুক্ত আরব আমিরাতে যৌথ মালিকানায় ব্যবসায় সফলতা ধরে রেখেছেন দুই বাংলাদেশী। স্বল্প পুঁজিতে এক বছর আগে একটি মোবাইল ফোনের দোকান চালু করার মধ্যদিয়ে যাত্রা শুরু করে আজ আরো একটি প্রতাষ্ঠান উদ্বোধন করা হয়।

বরিশালের নাসির উদ্দিন ও সাতকানিয়া চট্রগ্রামের মোহাম্মদ সাখওয়াত যৌথ ব্যবসায় পেয়েছেন সাফল্যতা৷

সেই ধারাবাহিকতায় দুবাইয়ের গোল্ড ছোক এলাকায় মুস্তাকবাল জমজম নামের মোবাইল ফোন ও সার্ভিস সেন্টারের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনকালে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, বিশেষ অথিতি ছিলেন বুলবুল আহম্মেদ মুকুল, মোস্তাফিজুর রহমানসহ অনেকে।

উদ্বোধনকালে উদ্যোক্তারা বলেন, সংযুক্ত আরব আমিরাতে ব্যবসা করা খুবই নিরাপদ ও সহজ৷ এখানে পরিশ্রম করলে ব্যবসায় উন্নতি করা সম্ভব। ব্যবসা সম্পর্কে তারা বলেন আমিরাতে বর্তমানে বহু বাংলাদেশি যুবক আছেন চাইলে অনেকেই ছোট করে শুরু করে এক পর্যায়ে ব্যাবসা বড় করা সম্ভব। আরো বলেন বৈধ পথে রেমিটেন্স পাঠানোর মধ্যেমে দেশকে এগিয়ে নিয়ে জাওয়া যায়।

২০ জন বাংলাদেশী চাকরি করেন তার প্রতিষ্ঠানে সবাই বাংলাদেশী। চিন্তা আছে ভবিষ্যতে আমিরাতের ৭ টি প্রদেশে শাখা চালু করার কথা বলেন তারা।

Facebook Comments Box
Share: