আজিজুর রহমান দুলালঃ র্যাবের হাতে আটক বার বার নির্বাচিত মেম্বার ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি সৈয়দ শরিফুল ইসলাম (সরফেজ)এর নিঃশর্ত মুক্তি , ষড়যন্ত্রমূলক অভিযোগের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ১০টায় ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা সদর ইউনিয়ন পরিষদ ভবনের সামনে ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন আওয়ামী যুবলীগ এবং এলাকাবাসীর যৌথ আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ মানববন্ধনে সদর ইউনিয়ন পরিষদের সাবেক আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাকের এ সভাপতিত্বে উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন পিকুলের পরিচালনায় বক্তব্য রাখেন, সানোয়ার মিয়া, সাবেক মেম্বার রফিক, সাইদ, সাহিদা বেগম,বিলকিস বেগম,সৈয়দ শরিফুল ইসলাম (সরফেজ) মা নিলুফা বেগম,বড়ো বোন,স্ত্রী, ১ নং ওয়াডের সদস্য শেখ শওকত মিয়া,নাহিদুল ইসলাম রাজুসহ সদর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় সকলেই বলেন,সৈয়দ শরিফুল ইসলাম (সরফেজ) যদি অন্যায় করে থাকেন তাহলে আইন অনুযায়ী তার বিচার করা হোক। শুধুমাত্র মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে, যা মানবাধিকার এবং গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন করা হয়েছে। আইনের শাসনের প্রতি তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। এলাকার বিরোধী দলের আক্রোশ মেটাতে তার পাকের ঘরে কে বা কারা অস্ত্র রেখে আইনকে ব্যবহার করেছেন। ভাটিয়াপাড়া থেকে র্যাব কিভাবে জানতে পারলো মেম্বার শরিফুলের পাকের ঘরে অস্ত্র রাখা আছে। র্যাব ইচ্ছা করলে এটাও জানতে পারবে কিভাবে অস্ত্র এখানে আসলো। অনতিবিলম্বে সৈয়দ শরিফুল ইসলাম (সরফেজ) এর মুক্তির দাবি জানাচ্ছি।
এবং সেই সাথে এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তসহ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।