শাহ সুমন, বানিয়াচং: বানিয়াচং উপজেলা প্রশাসনের আয়োজনে “ঐতিহাসিক ৭ই মার্চ” দিবস ২৪ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার ( ৭ মার্চ) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদের মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান ও সঞ্চালনায় বাণু চন্দ চন্দ্র। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডঃ ময়েজ উদ্দিন শরীফ রুয়েল এমপি,
এডঃ ময়েজ উদ্দিন শরীফ রুয়েল এমপি বক্তব্যে বলেন, বাঙ্গালী জাতির দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন ৭ই মার্চ।১৯৭১সালে এই দিনে ঐতিহাসিক রেসকোর্স সোহরাওয়ার্দী উদ্যান ময়দানে এক বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাগ দেন। ভাষণে দু বার বলে ছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাস্টার, বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসান মন্জিল, অধ্যক্ষ স্বপন কুমার দাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, উপজেলা কমিশনার (ভূমি) অফিসার মোঃ সাইফুল ইসলাম, ওসি (তদন্ত) আবু হানিফ, চেয়ারম্যান আব্দুল আহাদ মিয়া, আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, যোবলীগের সহ-সভাপতি মোঃ মাহমুদুর রহমান খান মাসুক, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি মোঃ মোশাহেদ মিয়া এডঃ আসাদুজ্জামান খাঁন তুহিন, সাবেক ছাত্রলীগের সভাপতি মোঃ মাহমুদুর রহমান মামুন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ দেন আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র তাহসিন রহমান, প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউন উল্লা, শিক্ষিকা সাধনা রাণী সূত্রধর, মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ জীবন আহমেদ লিটন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কৃষ্ণ দেব, সাবেক ছাত্রলীগের সভাপতি মোঃ আব্দুল হালিম সুহেল, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুম খাঁন, সাংবাদিক, মোঃ আশিকুর রহমান, শেখ নুরুল ইসলাম, আক্তার হোসেন আলহাদী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সকাল ১০টায় বঙ্গবন্ধুর স্মৃতিস্হম্ভে ফুল দেওয়া হয়। এ দিবস উপলক্ষে প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের মাঝে বই ও ফলজ বৃক্ষ গাছ পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা জামে মসজিদে বাদ জোহর নামাযের পর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।