May 18, 2024, 11:18 am
সর্বশেষ:
রামপালে ৬৩০ জন রোগী পেল বিনামূল্যে ছানি অপারেশনের সুযোগ  চাল বিতরণে অনিয়মের দায়ে ইউপি সদস্য বরখাস্ত মোরেলগঞ্জের পোলেরহাট বাজারে ভয়াবহ অগ্নিকান্ড, ১৩ দোকান পুড়ে ছাই মৌলভীবাজারে নদী রক্ষার বাঁধ নির্মাণে দীর্ঘসূত্রতা ৬ তারিখে বাজেট দেবো, বাস্তবায়নও করবো: প্রধানমন্ত্রী বেনাপোলে দোয়াত কলম প্রতীকের নির্বাচনী গণসমাবেশ দেশজুড়ে আজ থেকে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যকর বিমানের সাবেক এমডিসহ ১৬ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের চার্জশিট সরকারের জলবায়ু সংক্রান্ত পদক্ষেপ দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাস করেছে : প্রধানমন্ত্রী নির্বাচনের আড়াই বছর পর বিজয়ী হলেন পরাজিত প্রার্থী

অপরাধীদের পক্ষে জনপ্রতিনিধিদের না দাঁড়ানোর আহ্বান

  • Last update: Wednesday, February 28, 2024

শাহ সুমন বানিয়াচং, প্রতিনিধি:বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধীদের পক্ষে জনপ্রতিনিধিসহ সমাজের সচেতন মহল না দাঁড়ালে অপরাধ প্রবনতা অনেকাংশে কমে যাবে।

বানিয়াচংয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে উপরোক্ত মন্তব্য করেছেন বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য এডঃ ময়েজ উদ্দিন শরীফ রুয়েল।

এ সময় তিনি আরও বলেন, মাদক সেবন ও মাদক বিক্রয় হ্রাস করতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে।
এছাড়াও চুরি-ছিনতাই,গ্রাম্য দাঙা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী কে কঠোর অবস্থানে থাকার পরামর্শ দিয়ে এমপি ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বলেছেন আমাকে বিভিন্ন উরসে আমন্ত্রণ জানানো হয়েছে আমি যাইনি।

এমন ও হয়েছে আমার নামে উরসের শিরনীর জন্য আস্ত গরু জবাই দিয়ে আমি দিয়েছি বলে প্রচার করেছে।
আমি চাইবো আগামী পাচ বছর বানিয়াচং উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ভালো থাকে।

বুধবার (২৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।
এ সময় আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা বক্তব্যে বলেন, বানিয়াচং উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কে কঠোর অবস্থানে থাকতে হবে।

পুলিশ প্রশাসনের প্রতি নিরীহ নিরপরাধ ব্যাক্তিদের প্রতি কোনরকম হয়রানি না করে প্রকৃত অপরাধীদেরকে কঠোরভাবে দমনের জন্য আহবান জানিয়েছেন।
এছাড়া পূর্বের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানানো হয়েছে।

এ সময় মাদক, জুয়া ও চুরি-ডাকাতি বন্ধ করতে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের জন্য আহবান জানানো হয়।আসন্ন রমজান মাস উপলক্ষে বাজার দর স্বাভাবিক রাখতে ও মানহীন ঔষধ বিক্রয় বন্ধ করতে কঠোর হওয়ার জন্য আহবান জানানো হয়েছে।

এ সময় বক্তব্য রাখে,বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আংগুর মিয়া, ইউপি চেয়ারম্যান শেখ শামসুল হক, চেয়ারম্যান আহাদ মিয়া,আনোয়ার হোসেন, মঞ্জু কুমার দাস,এরশাদ আলী, ফরিদ আহমেদ, মাসউদ কোরাইশী মক্কী, হাফেজ শামরুল ইসলাম, জয়কুমার দাস, সাদিকুর রহমান, শেখ মিজান, নাসির উদ্দীন চৌধুরী, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিপুল ভূষণ রায়, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান আধিবাসী ঐক্য পরিষদের সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার দাস,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ শাহনেওয়াজ ফুল, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, পল্লী বিদ্যুৎ এজিএম কম মো: আবুল হাসান,শিক্ষা কর্মকর্তা মোঃ কবিরুল ইসলাম প্রমুখ।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC