আসন্ন বিশ্বকাপ বাছাই উপলক্ষ্যে প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ২৮ সদস্যের এই দল ঘোষণা করেন।
গতানুগতিক ধারার বাইরে গিয়ে এবার জাতীয় দল ঘোষনা করেছে বাফুফে। বিগত সময়গুলোতে শুধু খেলোয়াড়দের নাম ও ক্লাবের তথ্য দিয়ে বিজ্ঞপ্তি দেয়া হয়। এবার প্রাথমিক দলের সবার ছবি,পজিশন ও ক্লাবের তথ্য সম্বলিত একটি কার্ড বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে।
কার্ড প্রকাশ পায় বাংলাদেশ ফুটবল টিম নামে একটি নতুন পেজ। বিপিএল ফুটবলের পর জাতীয় দল নিয়ে আলাদা আরেকটি পেজ হওয়ায় বাফুফের মূল পেজের সক্রিয়তা কতটুকু থাকে সেই প্রশ্নও উঠছে।
আগামী মার্চে বিশ্বকাপ বাছাইয়ে দুইটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ক্যাবরেরা আসন্ন ম্যাচ দুইটির জন্য ২৮ জনের প্রাথমিক দলে গোলরক্ষক ডেকেছেন ৪ জন। ডিফেন্ডার ৮, মিডফিল্ডার ৯ ও ফরোয়ার্ড ৭ জন। এই দলে নতুন মুখ রয়েছেন ব্রাদার্সের রাহুল,পুলিশের কাজেম শাহ,শেখ জামালের তাজ উদ্দিন।
নতুন তিন জনের পাশাপাশি গত দল থেকে বাদ পড়াদের মধ্যে অন্যতম দুই তারকা ফুটবলার মোরসালিন ও তারিক কাজী। দুই জনই চোটের জন্য বাদ পড়েছেন। মদকাণ্ডে কয়েক মাস জাতীয় দলের বাইরে থাকা গোলরক্ষক আনিসুর রহমান জিকো ও ডিফেন্ডার তপু বর্মণকে আবার দলে ডেকেছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।