দেড় মাস পর কারামুক্ত মির্জা আব্বাস

দীর্ঘ সাড়ে তিন মাস কারাবন্দি থাকার পর সোমবার মুক্তি পেয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সন্ধ্যা পৌনে ৭টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

এ সময় কারাফটকে তাকে ফুল দিয়ে বরণ করেন আরেক স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় সেখানে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাদের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, গণতন্ত্র ফেরানোর মুক্তির আন্দোলন যেভাবেই হোক চলবে। এখনো অনেক নেতাকর্মী কারাগারে আছেন, অনেককে সাজা দিয়েছে। প্রথমে তাদেরকে মুক্তি দিতে হবে। পানি ছাড়া যেমন মানুষ বাঁচে না, তেমনি কর্মী ছাড়া দলও বাঁচবে না।

কারাগারে চিকিৎসার অপ্রতুলতার কারণে নেতাকর্মীরা অসুস্থ হয়ে পড়েছে অভিযোগ করে তিনি বলেন, সরকারকে বলব- তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।

Facebook Comments Box
Share: