এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চাল, ডাল, তেল, পিয়াঁজ সহ নিত্য পণ্যের লাগামহীন মূল্য বৃ্দ্ধির প্রতিবাদে, সার্জবনীন রেশনিং ব্যবস্থা চালু সহ সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরোদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেওয়ার দাবীতে বাসদ(মার্কসবাদ) চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৭ ফেব্রুয়ারী’২৪ ইং শনিবার বিকাল ৫ টার সময় চট্টগ্রাম নগরীর নিউমার্কেট ফুলকলি চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ চট্টগ্রাম জেলা সদস্য সচিব শফি উদ্দিন। দীপা মজুমারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কবির আবিদ, আসমা আক্তার, জাহিদুন্নবী কনক।
বক্তারা সমাবেশে নিত্য পণ্যের লাগামীন মুল্য বৃদ্ধির জন্য সরকারের গাফেলতির কঠিন সমালোচনা করে বলেন, বর্তমান সময়ে সাধারন মানুষদের জিবন যাপন কঠিন হয়ে পড়েছে, শ্রমজীবি মানুষদের দুবেলা খেয়ে পরে বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে। সরকারের মন্ত্রী আমলারা নিজেরাই সিন্ডিকেটিং তৈরী করে বাজারে এ সংকট তৈরী করার অভিযোগ এনে অবিলম্বে এসব সিন্ডিকেটের বুর্জোয়া পুঁজিবাদী হোতাদের বিচারের আওতায় আনার দাবী জানান, অন্যতায় সরকারের বিরোদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান।