বানিয়াচংয়ে ইভটিজিংয়ের দায়ে ২ জনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের বানিয়াচংয়ে একটি মাদ্রাসার গেটে দাড়িয়ে ছাত্রীদের কে উত্যক্ত করার দায়ে ২ বখাটেকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) বিকাল ৪ টায় অভিযুক্তদের কে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কারাদণ্ডাদেশ দেওয়া হয়। ১ নম্বর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সংরাম রায়পাড়ার, মহিবুর মিয়ার ছেলে অভিযুক্ত মো: নাঈম মিয়া কে আড়াই মাস ও ১ নম্বর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মীর মহল্লা (পছারবাগ) মোঃ জামাল মিয়ার ছেলে মোঃ ইমামুল মিয়া (২০) কে ১ মাসের কারদন্ডের আদেশ দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও বানিয়াচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সাইফুল ইসলাম।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শী জানান অভিযুক্ত হিসেবে ১ নম্বর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মীর মহল্লা (পছারবাগ) এর আরও একজন ছিল। আলমগীর মিয়া(২২) পিতা ইব্রাহিম মিয়া, গ্রাম মীর মহল্লাহ (পছার বাগ)।
সে সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় থেকে পালিয়ে গেছে।

Facebook Comments Box
Share: