তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলাধীন মাদক ও সিআর মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (২২ জানুয়ারী) রাত সাড়ে ১১টায় কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ইছুব আলীর ছেলে নছিব আলী নছই (২৫) ও আনিছ মিয়ার ছেলে আহাদ মিয়া(৩৫)। আসামিদের বাড়ি কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর গ্রামে বলে জানায় পুলিশ।
কমলগঞ্জ থানার ওসি সাইফুল আলম জানান,‘এএসআই জালাল উদ্দীন, রেজাউল ও হালিমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা দু’জনই দীঘদিন ধরে পলাতক ছিলেন। আজ তাদের পুলিশি প্রহরার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।