প্রবাসীদের স্বার্থে কাজ করার লক্ষ্যে সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদের মতবিনিময়

বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহে সিলেটের প্রবাসীদের অবদান অতুলনীয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুল পরিমাণ রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছেন৷ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদের মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

শনিবার (২০ জানুয়ারি) আবুধাবির মোসাফফায় মতবিনিময় সভায় সহ-সভাপতি আব্দুল্লা কাইয়ূমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সভাপতি এম এ কুদ্দুস খাঁ মজনু।

আতাউর রহমান মাসুম ও হাবিবুর রহমানের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী, শুভেচ্ছা বক্তব্য রাখেন সাজ্জাদুর রহমান সাচ্চু, বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা এম এ মালেক মল্লিক, প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ শাহ আলম, মুজিবুল ইসলাম, আব্দুল আলিম, প্রকৌশলী রহমত আলী, আব্দুল মজিদ, শাহীন তালুকদার, মুহাম্মদ আলী সোহেল, ইমন চৌধুরী, মোতায়ের হোসেন চৌধুরী, আজিজুল হক উজ্জ্বল, মুহাম্মদ হাফিজ, আবুল কালাম আজাদ, নাসিরুল হক, শেখ বদরুল হক, আব্দুল খালেক লস্কর, জসিম উদ্দিন, আজমল খান, ফারুখ খান প্রমুখ।

প্রবাসীর মৃতদেহ দেশে পাঠানোর ক্ষেত্রে সহোযোগিতাসহ মানবিক কার্যক্রম আরও গতিশীল করতে মতবিনিময়ে অংশ নিয়ে নেতৃবৃন্দ বলেন, আমিরাতের প্রত্যেক প্রবাসী বিশেষ করে সিলেটি জনগোষ্ঠীর সেবার লক্ষ্যে এই সংগঠনের জন্ম। মানবিক এই সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে৷ পদ-পদবীর আকাঙ্খাকে তুচ্ছ করে মানবতার সেবায় নিয়োজিত হওয়ার অগ্রাধিকারে ঐক্যমত পোষণ করা হয় সভায়৷ প্রবাসীদের নানা সমস্যা সমাধানে দূতাবাস ও কনস্যুলেটের সঙ্গে সমন্বয় করারও উদ্যোগ গ্রহণ করার কথাও উঠে আসে মতবিনিময় সভায়।

শুরুতে কুরআন তেলাওয়াত করেন, মাওলানা জাবেদ আহমদ৷

Facebook Comments Box
Share: