একদিনের জন্য লিভারপুলের কোচ হলেন ক্যান্সারে আক্রান্ত সভেন গোরান এরিকসন

কোচিং ক্যারিয়ারের বয়স ৩০ বছর। কাজ করেছেন বিশ্বের বড় বড় ক্লাবের সাথে। তার অধীনেই খেলেছেন ল্যাম্পার্ড, জেরার্ড, বেকহ্যাম, রুনিদের মত কিংবদন্তি ফুটবলাররা। ২০০৬ বিশ্বকাপে যার অধীনে খেলেছিল ইংল্যান্ডের গোল্ডেন জেনারেশন। হ্যা, কথা হচ্ছে- কিংবদন্তি সুইডিশ কোচ সভেন গোরান এরিকসনের।

শুধু ইংল্যান্ডই নয়, কোচ ছিলেন বেনফিকা, রোমা, লাতসিও এবং ম্যানচেস্টার সিটির মতো ক্লাবের। কিন্তু কখনও কাজ করা হয়নি নিজের পছন্দের ক্লাব লিভারপুলের সাথে। তাইতো জীবনের শেষ সময়ে এসে লিভারপুলের কোচ হওয়ার স্বপ্নের কথা জানালেন ক্যান্সারে আক্রান্ত এই কিংবদন্তি কোচ।

এরিকসন বলেন, আমার বাবা এখনও বেঁচে আছেন এবং তিনি লিভারপুল ফ্যান। আমিও লিভারপুল ফ্যান এবং সবসময়ই লিভারপুল ফ্যান ছিলাম। তাই আমি সবসময় লিভারপুলের ম্যানেজার হতে চেয়েছি এবং এটা কখনও সম্ভব না জানি। এরপরও আমি লিভারপুল ফ্যান।

ক্যান্সার আক্রান্ত সাবেক এই ইংল্যান্ড ম্যানেজারের ইচ্ছার কথা জানতে পেরে তাকে লিভারপুলে আসার আমন্ত্রণ জানিয়েছেন ইয়ুর্গেন ক্লপ। তার ইচ্ছাকে সম্মান জানিয়ে একদিনের জন্য তিনি লিভারপুলের কোচের পদ ছাড়তে চান। সেই একদিনের জন্য লিভারপুলের কোচ হবেন এরিকসন।

ক্লপ বলেন, তাকে লিভারপুলে আসার আমন্ত্রণ জানাচ্ছি। সে যদি চায় তাহলে একদিনের জন্য আমার অফিসে আমার চেয়ারে বসে সে লিভারপুলের ম্যানেজার হতে পারবে।

Facebook Comments Box
Share: