মালয়েশিয়ার বিশেষ অভিযানে ২০৫ বাংলাদেশীসহ ৫৬১ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। আটককৃতরা বাংলাদেশ, মায়ানমার, নেপাল, ইন্দোনেশিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত, কম্বোডিয়া, সিয়েরা লিয়ন ও কামেরুনের নাগরিক।
শুক্রবার (১৯ জানুয়ারি) দেশটির বানডার তাসিক পাংচাপুরি বাইদুরি এলাকায় অভিযান চালিয়ে এই অভিবাসীদের আটক করা হয়। জানা গেছে এই এলাকার জনসাধারণ অবৈধ অভিবাসীদের বিষয়ে অভিযোগ করে। পরবর্তীতে তাদের অভিযোগ আমলে নিয়ে এই অভিযান চালানো হয়।
এই অভিযানের নেতৃত্ব দেন ইমিগ্রেশন মহাপরিচালক দাতো’ রুসলিন বিন জুসোহের। এ সময় ৭৫২ জন ব্যক্তির কাগজপত্র পরীক্ষা করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে, কোনো পরিচয়পত্র না থাকা ও অতিরিক্ত সময় অবস্থান করার অভিযোগ আনা হয়েছে। আটককৃতদেরকে পরবর্তী তদন্ত ও ব্যবস্থা গ্রহণের জন্য বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।