আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় সংবাদ সম্মেলন করে বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন আলফাডাঙ্গা উপজেলা বি এন পির সাবেক সাংস্কৃতিক সম্পাদক কামরুজ্জামান মাসুদ।
বৃহস্পতিবার (৪ জানুয়ারী) সকাল ১১ টায় আলফাডাঙ্গা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এই পদত্যাগ করার ঘোষণা দেন। তিনি লিখিত বক্তব্যে বলেন, বিএনপির কমিটিতে আমার নাম আছে তাও আমি জানতাম না। আমি কখনো বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলাম না,ষড়যন্ত্রমূলক ভাবে আমার নাম দেওয়া হয়েছে। আমি একজন শিক্ষক আলফাডাঙ্গা উপজেলার প্রানকেন্দ্রে সনামধন্য স্কুল অনির্বাণ প্রি ক্যাডেট এন্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক। তিনি আরও বলেন আমি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী, যতদিন বেঁচে থাকব শেখ হাসিনার পক্ষে কাজ করে যাব। এ সময় তার সাথে ছিলেন তারই ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হল ছাত্রলীগ শাখার ত্রান ও দুর্যোগ সম্পাদক এবং ফরিদপুর জেলা ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য শাহারিয়া নাজিম শাওন।
সাংবাদিক সম্মেলনে পদত্যাগের বিষয়ে লিখিত বক্তব্য দেন। এ সময় প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্য উপস্থিত ছিলেন।