ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বুধবার (৩ ডিসেম্বর) ভোর ৬টার দিকে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের মধুপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা আলম সাধু নামক গাড়িতে করে পাটখড়ি আনতে মাগুরা যাচ্ছিলেন বলে জানা গেছে।
নিহতরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের রাঙিয়ারপোতা গ্রামের রবিউল ইসলামের ছেলে মাফিজুর (২২) ও তার চাচা একই গ্রামের আলি হোসেন (৭০)।
প্রত্যক্ষদর্শী ও অপর আলম সাধুতে থাকা সাদিকুর রহমান ও নিহত মাফিজুরের বাবা রবিউল ইসলাম জানান, ভোরে চারজন মিলে দুটি আলম সাধুতে চড়ে মাগুরা যাচ্ছিলেন পাটখড়ি আনতে। পথে মধুপুর এলাকায় পৌঁছালে পেছনের গাড়িটি রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন তারা। পরে গাড়ি ঘুরিয়ে এসে দেখেন দুজনেই মরে পড়ে আছে।
এ বিষয়ে হাইওয়ে ঝিনাইদহ থানার ওসি মিজানুর রহমান বলেন, আমরা এ ঘটনার খবর পাইনি। খোঁজ নিয়ে জানবো।