মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৪০ জন চিকিৎসক। একইভাবে বেড়েছে নার্সদের আক্রান্তের সংখ্যা। সারা দেশে নার্স আক্রান্ত হয়েছে ৩৫০ জন। সব মিলে সারা দেশে সেবা দিতে গিয়ে প্রায় ৯০০ চিকিৎসক ও নার্স করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আজ শনিবার বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ) এ তথ্য জানিয়েছে।
সংগঠনটির প্রধান সমন্বয়ক ডা. নিরূপম দাশ এনটিভি অনলাইনকে বলেন, এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন মোট ৫৪০ জন চিকিৎসক। আর সুস্থ হয়েছেন ১৮ জন। একজন মারা গেছেন।
ঢাকায় সর্বোচ্চ আক্রান্ত হয়েছেন ৩৮৭ জন চিকিৎসক। এর মধ্যে ২৩০ জন সরকারি, ১৩৬ জন বেসরকারি এবং ২১ জন অন্যান্য হাসপাতালের চিকিৎসক।
ময়মনসিংহে আক্রান্ত ৫৭ জনের মধ্যে ৫৫ জন সরকারি ও দুজন বেসরকারি হাসপাতালের চিকিৎসক। চট্টগ্রামে আক্রান্ত ১৪ জনের মধ্যে ১৩ জন সরকারি ও একজন বেসরকারি হাসপাতালের চিকিৎসক।
এ ছাড়া, খুলনায় ২৯ জন, বরিশালে ১০ জন, সিলেটে ছয়জন, রংপুরে সাতজন সরকারি হাসপাতালের চিকিৎসকসহ দেশের বিভিন্ন অঞ্চলে আরো ৩০ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।