৫ হাজারেরও বেশি কর্মচারীকে কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রশিক্ষিত করবে General Authority of Islamic Affairs and Endowments (আওকাফ)

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) আওকাফের মধ্যে ৫ হাজারেরও বেশি কর্মচারীকে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বিষয়ক প্রশিক্ষণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। 

এই উদ্যোগটি ঘোষণা করা হয় UAE Codes Day অনুষ্ঠানের সময়, যেখানে এই উদ্যোক্তা কার্যক্রমের সঙ্গে প্রযুক্তি কোম্পানিগুলোর অংশীদারিত্ব থাকবে। 

আওকাফের চেয়ারম্যান Dr Omar Al Darei বলেছেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা একটি ঈশ্বর প্রদত্ত উপহার, যা তথ্যপ্রবাহ দ্রুততর ও সহজ করে তোলে।” 

তিনি আরও জানিয়েছেন, এই উদ্যোগের মাধ্যমে জাতিগত সক্ষমতা গঠন করা, নবপ্রবর্তনায় দক্ষ কর্মী তৈরি করা ও সমাজ ও অর্থনীতিতে AI-এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে। 

একটি জরিপে দেখা গেছে, ৩,৫০০ জন কর্মচারীর মধ্যে ৯১ % ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন AI-র সঙ্গে যুক্ত হতে। 

উল্লেখ্য, অনুষ্ঠানকালে Omar Sultan Al Olama (আইআই ও ডিজিটাল অর্থনীতি বিষয়ক মন্ত্রী) জানান, একটি স্মারক মুদ্রা ডিজাইন করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে — যা জেনারেটিভ AI র সহায়তায় তৈরি হবে এবং দেশের প্রথম ধরনের হবে।  

Share: