৪ দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রামে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ ‘পিএনএস সাইফ’

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম: চার দিনের শুভেচ্ছা সফরে পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘পিএনএস সাইফ’ বাংলাদেশে এসে পৌঁছেছে। শনিবার (৮ নভেম্বর) সকালে জাহাজটি চট্টগ্রাম বন্দরে নোঙর করলে চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে নাবিকদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

আইএসপিআরের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাহাজটি বন্দরে পৌঁছানোর সময় নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী ব্যান্ড পরিবেশন করে অতিথি জাহাজকে স্বাগত জানায়। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের প্রতিনিধি ও নৌবাহিনীর স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বাংলাদেশের জলসীমায় প্রবেশের পর নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা স্বাধীনতা’ ‘পিএনএস সাইফ’-কে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানায়।

বাংলাদেশে অবস্থানকালে জাহাজটির অধিনায়ক ও কর্মকর্তাদের প্রতিনিধি দল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং এরিয়া সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ডের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া জাহাজের কর্মকর্তা, নাবিক ও প্রশিক্ষণার্থীরা চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান, নৌবাহিনীর ঘাঁটি ও জাহাজ পরিদর্শন করবেন। পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও ‘পিএনএস সাইফ’ ঘুরে দেখার সুযোগ পাবেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পাকিস্তানি যুদ্ধজাহাজটি আগামী ১২ নভেম্বর বাংলাদেশ ত্যাগ করবে।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *