April 25, 2024, 6:56 pm

৩ গুণ বড় হচ্ছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর

  • Last update: Monday, October 19, 2020

৩ গুণ বড় করা হচ্ছে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। ২ হাজার ৭৬০ কোটি টাকা ব্যয়ে বর্তমানে এর সম্প্রসারণের কাজ চলছে। ফলে একদমই নতুন রূপ পাবে এ বিমানবন্দরটি।বর্তমানে বিমানবন্দরটির টার্মিনালে বছরে মোট ছয় লাখ যাত্রীকে সেবা দেয়া যায়। তবে নতুন টার্মিনালের মাধ্যমে প্রাথমিকভাবে বছরে ২০ লাখ যাত্রীকে সেবা দেয়া যাবে।

বর্তমানে দ্রুত গতিতে এ বিমানবন্দরের সম্প্রসারণের কাজ চলছে। প্রাথমিকভাবে ৪৫১ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে রানওয়ে শক্তিশালীকরণ ও এয়ার ফিল্ড গ্রাউন্ড লাইটিং সিস্টেম স্থাপনের কাজ শেষের পথে রয়েছে। চীনের বেইজিং আরবান কনস্ট্রাকশন গ্রুপ প্রকল্পটি বাস্তবায়ন করছে। ২০২৩ সালের জানুয়ারিতে এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। গত ১ অক্টোবর দ্বিতীয় পর্যায়ের কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC