৩৬ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।

আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী ঘোষণা করেন।

এর আগে গত ৩ নভেম্বর ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছিল দলটি। পরবর্তীতে একটি আসনে স্থগিত করা হয়। আজকের মধ্য দিয়ে ২৭২ আসনে দলীয় প্রার্থী ঘোষণা হলো।

নতুন করে ঘোষণা করা ৩৬ আসনের প্রার্থীরা হলেন–ঠাকুরগাঁও-২ আব্দুস সালাম, দিনাজপুর-৫ একেএম কামরুজ্জামান, নওগাঁ-৫ জাহিদুল ইসলাম ধলু, নাটোর-৩ আনোয়ারুল ইসলাম, সিরাজগঞ্জ-১ সেলিম রেজা, যশোর-৫ এম ইকবাল হোসেন, নড়াইল-২ মনিরুল ইসলাম, খুলনা-১ আমীর এজাজ খান, পটুয়াখালী-২ শহীদুল আলম তালুকদার, বরিশাল-৩ জয়নুল আবেদীন, ঝালকাঠি-১ রফিকুল ইসলাম জামাল, টাঙ্গাইল-৫ সুলতান সালাহউদ্দিন টুকু, ময়মনসিংহ-৪ আবু ওহাব আখন্দ ওয়ালিদ, কিশোরগঞ্জ-১ মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-৫ শেখ মুজিবুর রহমান ইকবাল, মানিকগঞ্জ-১ এস এ জিন্নাহ কবির, মুন্সিগঞ্জ-৩ আসনে মো. কামরুজ্জামান, ঢাকা-৭ হামিদুর রহমান, ঢাকা-৯ হাবিবুর রশীদ, ঢাকা-১০ শেখ রবিউল আলম, ঢাকা-১৮ এসএম জাহাঙ্গীর হোসেন, গাজীপুর-১ মুজিবুর রহমান, রাজবাড়ি-২ হারুনুর রশীদ, ফরিদপুর-১ খন্দকার নাসিরুল ইসলাম, মাদারীপুর-১ নাদিরা আক্তার, মাদারীপুর-২ জাহান্দার আলী খান, সুনামগঞ্জ-২ নাসির হোসেন চৌধুরী, সুনামগঞ্জ-৪ নুরুল ইসলাম, সিলেট-৪ আরিফুল হক চৈধুরী, হবিগঞ্জ-১ রেজা কিবরিয়া, কুমিল্লা-২ সেলিম ভুঁইয়া, চট্টগ্রাম-৩ মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম-৬ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৯ আসনে আবু সুফিয়ান, চট্টগ্রাম-১৫ নাজমুল মোস্তফা আমীন ও কক্সবাজার-২ আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *