২০ দিনে প্রবাসীরা পাঠালেন ২৭ হাজার ১০৮ কোটি টাকা

চলতি জানুয়ারির প্রথম ২০ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২২২ কোটি ২০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২৭ হাজার ১০৮ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।

গতকাল মঙ্গলবার প্রবাসী আয় এসেছে এক হাজার ১৯৫ কোটি ৬০ লাখ টাকা। আজ বুধবার (২১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

আরিফ হোসেন খান জানান, গত বছরের জানুয়ারি প্রথম ২০ দিনে প্রবাসী আয় এসেছিল ১৪৩ কোটি ৬০ লাখ ডলার। এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ৫৪ দশমিক ৭০ শতাংশ।

অন্যদিক, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২০ জানুয়ারি পর্যন্ত মোট প্রবাসী আয় এসেছে এক হাজার ৮৪৮ কোটি ৭০ লাখ ডলার। গত বছরের ১ জুলাই থেকে ২০ জানুয়ারি পর্যন্ত এই প্রবাসী আয় এসেছিল এক হাজার ৫২১ কোটি ২০ লাখ ডলার।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *