১০ মাসে আওয়ামী লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার: ডিএমপি

চলতি বছরের গত ১০ মাসে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর সহযোগী ও অঙ্গ সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলের সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মোট ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এই ৪৬ জনকে গ্রেফতারের বিষয়ে বিস্তারিত জানাতেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ডিএমপি জানায়, শুক্রবার সাতটি স্থান থেকে গ্রেফতার করা হয়—শেরেবাংলা নগর থেকে ১৮ জন, বিজয়নগর থেকে ১৩ জন, খিলক্ষেত থেকে ৪ জন, বাড্ডা ও বনানী থেকে ৩ জন করে, তেজগাঁও থেকে ৩ জন এবং উত্তরার ৯ নম্বর সেক্টর থেকে ২ জন।

তালেবুর রহমান বলেন, গ্রেফতার হওয়া অনেকেই ঢাকার বাইরের এলাকা থেকে এসে টাকার বিনিময়ে এসব মিছিলে অংশ নিচ্ছেন। তিনি মনে করেন, এসব কর্মসূচির পেছনে কিছু ব্যক্তি আর্থিক সহায়তা দিচ্ছেন এবং তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডিএমপি কর্মকর্তার মতে, রাজধানীতে আতঙ্ক সৃষ্টি করা ও নিজেদের উপস্থিতি জানান দেওয়াই এসব ঝটিকা মিছিলের মূল উদ্দেশ্য। তিনি আরও জানান, গ্রেফতারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *