তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর অধীনস্থ ডাকটিলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বসবাসরত গরীব, দুঃস্থ, অসহায় শীতার্ত জনসাধারণের মাঝে বিয়ানীবাজার ব্যাটালিয়নের পক্ষ হতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার ডাকটিলা বিওপি ক্যাম্পে ফুলতলা ইউনিয়নের ৪নং, ৫নং, ৬ নং, ৭নং, ৮নং ও ৯নং ওয়ার্ডের ১০০ জন গরীব, দুঃস্থ, অসহায় এবং শীতার্ত জনসাধারণের মাঝে বিয়ানীবাজার ব্যাটালিয়নের পক্ষ হতে শীতবস্ত্র বিতরণ করা হয়।
উপস্থিত জনসাধারণ বিজিবির এই কর্মকান্ডে ভূয়সী প্রশংসা করে বলেন, বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) যে ভাবে দিন-রাত পাহাড়া দিয়ে আমাদের সীমান্তে নিরাপদ রাখেন একইভাবে অপরাধ দমনে তেমনি ৫২ বিজিবি ভূমিকায় অবতীর্ণ।
ডাকটিলা বিওপি’র শীতবস্ত্র বিতরণে বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মেহেদী হাসান, পিপিএম।এবং ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নূর হোসেন। ডাকটিলা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ মোজাম্মেল হোসেন। এছাড়াও ফুলতলা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য মোঃ মোরশেদ আহমদ রাজা, ৭নং ওয়ার্ডের সদস্য আব্দুল জলিল, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাল্লাথল চা বাগানের দুস্থ শ্রমিক ও আদিবাসি পল্লীর হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে রোববার (২১ জনিুয়ারি) দুপুরে শীতবস্ত্র হিসিবে ১শ’কম্বল বিতরণ করেছেন বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান।
এসময় উপস্থিত ছিলেন বিজিবি-৫২ ব্যাটালিয়নের সহকারি পরিচালক মো. নূর হোসেন, বিজিবির পাল্লাথল বিওপি’র ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. আবুল হাশেম, হাবিলদার মো. আব্দুল কাদের, হাবিলদার মো: জিল্লুর রহমান, সাংবাদিক আব্দুর রব, মস্তফা উদ্দিন, পাল্লাথল খাসিয়া পুঞ্জির হেডম্যান (মন্ত্রী) সাবেক ইউপি সদস্য লোটাস বাহাদুর প্রমূখ।