হোমনা-তিতাসে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

মঈন নাসের খাঁন, স্টাফ রিপোর্টার, কুমিল্লা: কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও যুক্তরাজ্যের জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট মনোয়ার সরকারের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত হোমনা উপজেলার কাশিপুর এলাকায় এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে আগত শত শত সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা, চোখের চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী মনোয়ার সরকার। তিনি জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বলেন, ‘মানুষের কল্যাণে রাজনীতি, এটাই আমাদের লক্ষ্য। এ ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।’

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের মহাসচিব প্রফেসর ডা. মো. এমতাজ হোসেন। প্রধান বক্তা ছিলেন জিয়া পরিষদের সিনিয়র যুগ্ম-মহাসচিব আবদুল্লাহিল মাসুদ।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং ভাষানিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মনির হোসেন, শ্রীমদ্দি বিএনপি নেতা মো. শরিয়ত উল্লাহসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতারা।

এত বড় পরিসরের ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজন করায় স্থানীয় জনগণ আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক উদ্যোগ দেখতে চান বলে মত প্রকাশ করেন।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *