আইপিএল নিলামে মুস্তাফিজুর রহমানকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি শুরু হয়েছিল। রেকর্ড পারিশ্রমিকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দলে ভিড়িয়েছিল তাকে। কিন্তু মুস্তাফিজকে দলে ভেড়ানোর পর থেকেই রীতিমতো হুমকি দিয়ে আসছে ভারতের উগ্রপন্থি হিন্দুত্ববাদী রাজনৈতিক নেতাদের কাছ থেকে। সেই হুমকির জেরে এবার ফিজকে বাদই দেওয়া হলো আইপিএল থেকে।
মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এজন্য ফ্র্যাঞ্চাইজিটিকে খেলোয়াড় বদল করার অনুমতি দেবে তারা।
বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ভারতের বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, সাম্প্রতিক ঘটনার কারণে বিসিসিআই কেকেআরকে তাদের দলে থাকা বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। বিসিসিআই আরও বলেছে, তারা যদি খেলোয়াড় বদলাতে চায়, বিসিসিআই সেই অনুমতিও দেবে।
এর আগে মুস্তাফিজকে দল থেকে বাদ দিতে শাহরুখ খানের কাছে অনুরোধ জানিয়েছিলেন হিন্দুত্ববাদী রাজনৈতিক দল শিবসেনার নেতা সঞ্জয় নিরুপম। টাইগার পেসারকে হুমকিও দিয়ে রেখেছিলেন তিনি।
এএনআইকে সঞ্জয় নিরুপম বলেছেন, যখন পুরো ভারত বাংলাদেশের ওপর রাগান্বিত ও ক্ষুব্ধ, এমনকি বাংলাদেশি কারও সঙ্গে ভারতীয় কোনো নাগরিকের ন্যূনতম সংযোগ নেই, ফলে তাদের কেউ এলে সেই আক্রোশের শিকার হবেন।
মুস্তাফিজকে বাদ দেওয়ার অনুরোধ জানিয়ে সঞ্জয় বলেন, যদি কোনো বাংলাদেশি ক্রিকেটার শাহরুখ খানের দলে থাকে, তিনি মেজর টার্গেট হওয়ার আগেই আমাদের অনুরোধ তাকে যেন বাদ দেওয়া হয়। এটি তার নিজের জন্যই ভালো হবে এবং তাতে ভারতের স্বার্থও রক্ষা হবে।
অন্যদিকে, উত্তরপ্রদেশের কট্টরপন্থী বিজেপি নেতা সঙ্গীত সোমও হুমকি দিয়ে রেখেছেন। ফিজকে বিমানবন্দরের বাইরে পা রাখতেই দেবেন না বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তিনি।
সঙ্গীত সোম বলেছেন, মুস্তাফিজুর রহমানের মতো খেলোয়াড়রা যদি ভারতে খেলতে আসেন, তবে তারা বিমানবন্দরের বাইরে পা রাখতে পারবেন না–এটা আমার প্রতিজ্ঞা।
এরপর শাহরুখ খানকে গাদ্দার আখ্যা দিয়ে বিজেপি নেতা সঙ্গীত সোম বলেছেন, শাহরুখ খানের মতো গাদ্দারদের এই বার্তাটি ভালো করে বুঝে নেওয়া উচিত। উনি আদতে দেশদ্রোহিতা করছেন। অথচ এই দেশের মানুষের ভালোবাসার কারণেই আজ তিনি এই অবস্থানে পৌঁছেছেন।
উজ্জয়িনীর রিনমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান উপাসক মহাবীর নাথ তো আরও এক ধাপ এগিয়ে। মুস্তাফিজকে মাঠে নামালে ভাঙচুরের হুমকি দিয়েছেন তিনি। নিউজ ১৮ তার উদ্ধৃতি দিয়ে লিখেছে, বাংলাদেশি খেলোয়াড়কে নিয়ে ম্যাচ হতে দেবে না তপস্বী যোদ্ধারা, তারা মাঠে ঢুকে ভাঙচুর চালাবে।
