প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নিয়ে দেশের সব রাজনৈতিক দলের অবস্থান এখনই স্পষ্ট করতে হবে।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “শেখ হাসিনা ও আওয়ামী লীগ সম্পর্কে আমরা কী চাই—এটা সবার পরিষ্কারভাবে বলা প্রয়োজন। আজও তিনি (শেখ হাসিনা) বলছেন, যারা জুলাই আন্দোলন করেছেন তারা সবাই ‘টেররিস্ট’। আমরা দেখছি তিনি ১৮ কোটি মানুষকে টেররিস্ট আখ্যা দিয়ে আবারও ক্ষমতায় আসতে চান—এটা ভয়াবহ।”
প্রেস সচিব আরও বলেন, “যখনই কাউকে টেররিস্ট বলা হয়, তখনই তাকে হত্যাযোগ্য করে তোলা হয়। এর মানে দাঁড়ায়—তিনি ১৮ কোটি মানুষকে হত্যা করেই ক্ষমতায় ফিরতে চান। এই প্রশ্নে রাজনৈতিক দলগুলোর শক্ত ও সুস্পষ্ট অবস্থান নেওয়া জরুরি। কারণ এটি আমাদের অস্তিত্বের জন্য হুমকি।”
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে শফিকুল আলম বলেন, “অন্তর্বর্তী সরকার সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ—ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের আয়োজন করার জন্য। নির্বাচন হবেই। আমরা একই বার্তা বারবার দিচ্ছি। পুরো কেবিনেট, উপদেষ্টা পরিষদ ও চিফ অ্যাডভাইজার দিনরাত কাজ করছেন। নির্ধারিত সময়েই—ফেব্রুয়ারির প্রথমার্ধে—নির্বাচন অনুষ্ঠিত হবে।”
