হাসিনার রায়, যেকোনো বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে হবে আইন-শৃঙ্খলা বাহিনীকে: আমীর খসরু

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ সাবেক প্রধানমন্ত্রী ও মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি শেখ হাসিনার মামলার রায়ের দিন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে তা নিয়ন্ত্রণের দায়িত্ব রাজনৈতিক দলের নয়, বরং আইনশৃঙ্খলা বাহিনীর—মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার ১৪ নভেম্বর চট্টগ্রামের হোটেল পেনিনসুলায় চট্টগ্রাম মেডিকেল ট্রাভেল ফোরাম আয়োজিত ‘মেডিকেল ভ্যালু ট্রাভেল সামিট’-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আগামী ১৭ নভেম্বর সোমবার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সম্ভাব্য পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে আমীর খসরু বলেন, “বিশৃঙ্খলা তো ঠেকাবে আইনশৃঙ্খলা বাহিনী। এটা কোনো রাজনৈতিক দলের দায়িত্ব নয়। আমাদের এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে। দেশে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বপ্রাপ্ত বাহিনী আছে—তাদের কাজই আইনশৃঙ্খলা বজায় রাখা।”

বিচার বিভাগ সম্পর্কে তিনি বলেন, “রায় কোর্ট দেবে। রায় নিয়ে আমার কিছু বলার নেই। বিচার করার দায়িত্ব বিচার বিভাগের। আমরা একটি নিরপেক্ষ বিচার বিভাগ চেয়েছিলাম—আশা করি বাংলাদেশে সেই নিরপেক্ষ বিচার বিভাগ প্রতিষ্ঠিত হয়েছে। আগামী দিনে এটাকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “এ মুহূর্তে আমরা একটি রাজনৈতিক ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছি—নির্বাচনের দিকে, গণতন্ত্রায়নের দিকে। আমাদের মূল ফোকাস এখন সেদিকেই।”

জুলাই অভ্যুত্থান দমনচেষ্টার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় ‘পলাতক’ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ১৭ নভেম্বর। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল–১ বৃহস্পতিবার এ তারিখ নির্ধারণ করেন।

Facebook Comments Box
Share: