চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বিনামূল্যে চিকিৎসা, খৎনা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জনকল্যাণমুখী ও স্বেচ্ছাসেবী সংগঠন আদর্শ সমাজকল্যাণ পরিষদ, হাটহাজারী উপজেলার মির্জাপুরে শুক্রবার (৩১ অক্টোবর) দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মুহাম্মদ নুরুচ্ছাফা। সকাল ৯টায় অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিনামূল্যে চিকিৎসা সেবা ও খৎনা ক্যাম্পের আহ্বায়ক অ্যাডভোকেট আবুল কাশেম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট সৈয়দ মোরশেদ হোসাইন অনুষ্ঠানটি উদ্বোধন করেন এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক আসলাম মোরশেদ প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।

সংগঠনের সদস্য সচিব ব্যাংকার মো: জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন: লে. কর্নেল দিদারুল আলম (পিএসসি) অব., অধ্যাপক আবদুল মালেক চৌধুরী, সংগঠনের সিনিয়র সদস্য ব্যাংকার আ.ন.ম নাছির উদ্দীন, যুগ্ম আহ্বায়ক নুরুল আলম, মোহাম্মদ উল্লাহ বাবলু, প্রধান শিক্ষক আতিকুর রহমান, অধ্যাপক শেখ আহম্মদ, নূর নবী, আবুল কালাম মানিক, দেলোয়ার হোসাইন, ডা. শাহ আলম, নূর খালেক শহীদ, আবছার মুহাম্মদ, আবু রাহেল ফয়সল, লায়ন আনোয়ার হোসেন উজ্জল, শাহিনুল হক শাহেদ, এবং নাজিম উদ্দিন।
এসময় আরও উপস্থিত ছিলেন দৌতল, মুহাম্মদ আলী, শাহাদত সুমন, সালাউদ্দিন, বাবর, রবি, মফিজ, তানভীর, তৌহিদ, মিশকাতসহ সংগঠনটির নেতৃবৃন্দ, শুভাকাঙ্ক্ষী, এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে সকল রোগের চিকিৎসা সেবার পাশাপাশি খৎনা, নাক-কান ফোঁড়ানো, ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, গাইনি, মেডিসিন, শিশু রোগসহ বিভিন্ন বিভাগের মাধ্যমে প্রায় পনের শতাধিক সেবা গ্রহীতাকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
