হাটহাজারীতে ‘নিষিদ্ধ সংগঠন’ ছাত্রলীগের মিছিলের চেষ্টা: দুইজন গ্রেফতার

হাটহাজারী প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারীতে ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠন’ ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করার চেষ্টার সময় মো. আরফান (২০) ও মো. মিরাজ উদ্দিন (১৮) নামের দুই কর্মী পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভুঁইয়া শুক্রবার (৩১ অক্টোবর) সকালে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে উপজেলার মাদার্শা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বদিউল আলম হাট (প্রকাশ: বৈদ্দেহাট) এলাকায় তারা আকস্মিকভাবে এই মিছিল বের করার চেষ্টা করেছিলেন।

গ্রেফতারকৃত আরফান উত্তর মাদার্শা ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ মাছুয়া ঘোনা এলাকার কবির আহম্মদ মাস্টারের বাড়ির আব্দুল্লাহর এবং মো. মিরাজ উদ্দিন একই এলাকার সোবহান সওদাগর বাড়ির নেজাম উদ্দিনের পুত্র।

স্থানীয় বাসিন্দা ও উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. শফিউল আলম, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফারুক, এবং স্থানীয় সূত্র জানায়, ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠন’ ছাত্রলীগের নেতাকর্মীরা উত্তর জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মো. শাহাবুদ্দিনের নেতৃত্বে উল্লেখিত বদিউল আলম হাট বাজার এলাকায় হঠাৎ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল বের করার চেষ্টা করে।

এ সময় ফারুক তাদের বাধা দিলে মিছিলে অংশ নেওয়া ছাত্রলীগের কর্মীরা তাকে আক্রমণ করে। আত্মরক্ষার্থে ফারুক নিরাপদ দূরত্বে সরে গিয়ে ৯৯৯ এ এবং স্থানীয় সহপাঠীদের বিষয়টি জানান। পরে সহপাঠী, পুলিশ ও স্থানীয়রা মিছিলে অংশ নেওয়া উক্ত দুইজনকে তাদের বাড়ি থেকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। রাত প্রায় ১২টার দিকে পুলিশ তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক মো. আলতাফ হোসেন জানান, গ্রেফতারকৃতদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভুঁইয়া শুক্রবার দুপুরের দিকে দুইজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেন।

Facebook Comments Box
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *