March 29, 2024, 3:55 pm

স্বাস্থ্য অধিদপ্তরের সামনে আমিরাত প্রবাসীদের অনশণ চলছে

  • Last update: Tuesday, September 14, 2021

নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রীর নির্দেশ থাকা সত্ত্বেও বিমানবন্দরে রেপিড পিসিআর ল্যাব স্থাপনে বিলম্বের প্রতিবাদে স্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয়ের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করছে দেশে আটকা পড়া আমিরাত প্রবাসীরা।

আজ মঙ্গলবার ১৪ সেপ্টেম্বর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের সামনে তারা অনশন বসে। শেষ খবর পাওয়া পর্যন্ত অনশণ অব্যাহত রয়েছে। অনশন কর্মসূচির অন্যতম সমন্বয়ক শফিকুল ইসলাম সোহাগ বাংলা এক্সপ্রেসকে জানান দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন।

উল্লেখ্য, গেল ৬ সেপ্টেম্বর মন্ত্রিসভার বৈঠকে দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে করোনার র‍্যাপিড পিসিআর টেস্টের ব্যবস্থা করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক সপ্তাহের মধ্যে এই কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। সপ্তাহ পেরিয়ে গেলেও বিমানবন্দরে ল্যাব স্থাপনের কাজ শুরু হয়েনি। এমনকি কোন প্রতিষ্ঠান ল্যাব স্থাপন করবে তাও চূড়ান্ত হয়নি। কোন প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হবে তা বাছাই করতেই যাচ্ছে সময়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC