জিয়াউল হক জুমন, বিশেষ প্রতিনিধি: স্পেনের মাদ্রিদে বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের উদ্যোগে বাঙালি অধ্যুষিত লাভাপিএস এলাকার উন্মুক্ত মাঠে অস্থায়ী শহীদ মিনারে ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতেই অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন, বাংলাদেশ দূতাবাস ইন স্পেন ,বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেন, বাংলাদেশ আওয়ামী লীগ স্পেন শাখা , বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্পেন শাখা , এসোসিয়েশন ভালিয়ান্তে বাংলা, বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেন, বৃহত্তর কুমিল্লা এসোসিয়েশন ইন স্পেন, চাঁদপুর জেলা অ্যাসোসিয়েশন মাদ্রিদ স্পেন, বিক্রমপুর মুন্সীগঞ্জ সমিতি মাদ্রিদ , যুবলীগ স্পেন শাখা, বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতি মাদ্রিদ, জালালাবাদ এসোসিয়েশন ইন স্পেন‘সহ মাদ্রিদ কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশ দূতাবাসের শ্রম উইং মুতাসিমুল ইসলাম, বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুন , সাধারণ সম্পাদক মুরাদ মজুমদার , সহ-সাধারণ সম্পাদক আবু জাফর রাসেল, স্পেন আওয়ামী লীগের সভাপতি দুলাল সাফা , সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন , অ্যাসোসিয়েশন ভালিয়ান্তে বাংলার সভাপতি ফজলে এলাহি ও সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন সরকার, আহমেদ আসাদুর রহমান, জোসনা বেগম , রুমি খালেদা , যুবলীগ নেতা মামুন হাওলাদার, সুমন হাওলাদার সহ মাদ্রিদ কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।